ঘোড়াঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত I

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মোঃ শফিকুল ইসলামঃ
মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ শে জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এর দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ মুসফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএফএসএ দিনাজপুর জেলা নমুনা সংগ্রহকারী মোঃ হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আতোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইসরাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার সরকার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মোঃ কবিরুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা হোটেল রেস্তোরার জন্য পালনীয় এবং সর্ব সাধারণের অবগতির জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা সমূহ নিয়ে ব্যাপক আলোক পাত করেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।