নবাবগঞ্জ (দিনাপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে বাংলাদেশের ৭০ হাজার ভুমিহীন ও গৃহহীন পরিবার পেলো পাকা ঘরবাড়ী। দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না। প্রত্যেক ভুমিহীন ও গৃহহীন মানুষ পাবে পাকা বাড়ী, এটাই হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিববর্ষের অঙ্গিকার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে প্রায় ৭০ হাজার ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২২ জানুয়ারী শনিবার গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল, ঘর-এর চাবি ও সার্টিফিকেট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার। এসময় আরও উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রেফাউল আজম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, থানা অফিসার ইনচাজ (ওসি) অশোক কুমার চৌহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীবৃন্দ।
মন্তব্য করুন