জয়পুরহাটে জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত ।

Spread the love

জয়পুরহাট প্্রতিনিধিঃওমর আলী বাবু
জয়পুরহাটে মাদক, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও ইভ টিজিং রোধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের নতুন হাট বিট পুলিশিং এর উদ্যোগে হাট চত্ত¡রে আয়োজিত সমাবেশে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশ এর সদস্য সচিব নন্দলাল পার্শী, রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক গোলাম হক্কানি, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, বিট পুলিশ কর্মকর্তা জাকির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পুলিশিং সেবাকে জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে এতে করে ছোট-খাট বিষয়ের জন্য থানায় যেতে হয়না, বিট পুলিশের কার্যালয় থেকেই সমাধান করা হয়। পুলিশের তৎপরতার কারনে নারী নির্যাতন ও সহিংসতা অনেক কমে এসেছে বলে জানানো হয়।
সমাবেশে স্থানীয় সাধারন জনগন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈকি নেতা-কর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।