করোনা কালীন খাদ্য উৎপাদনে দিনাজপুরের তিন ফসলী জমিতে সরিষার বাম্পার ফলন I

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
উত্তরের শস্য ভান্ডার দিনাজপুরে বাড়তি ফসল হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। কোভিড-১৯, ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের মতো প্রতিকূল আবহাওয়া থাকা সত্তে¡ও এ অঞ্চলে এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। গত বছর আশানুরূপ ফলন ও ভাল দাম পাওয়ায় এবার জেলায় ব্যাপক হারে বেড়ে গেছে সরিষার চাষ। দিনাজপুরের পথে-ঘাটে সরিষা ফুলের মৌ মৌ গন্ধ আর বিস্তৃর্ণ মাঠজুড়ে হলুদ রঙের সমারোহ। দৃষ্টিনন্দিত এ দৃশ্যে যেন প্রাণ জুড়িয়ে যায়। বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করছেন কৃষকেরা। সরিষা ক্ষেত থেকে অনেকে মধু আহরণ করছেন। মধু আহরণে অনেকটা বাড়তি আয়ের পাশাপাশি সরিষার ফলন বৃদ্ধিতে সহায়তা পাচ্ছেন কৃষকেরা। অত্যাধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকদের পরামর্শ প্রদান ও সহায়তা করে আসছে কৃষি বিভাগ। এ ব্ষিয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আবু রেজা আসাদুজ্জামান জানান, আমনের পর পরিত্যক্ত জমিতে সরিষা চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। সরিষা চাষে সংশ্লিষ্ট কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকলে বাজার মূল্য ভাল পেলে এ অঞ্চলে সরিষা চাষের পরিধি আরও বৃদ্ধি পাব বলে আশা করছেন উৎপাদনের সাথে জাড়িত থাকা কৃষক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান ও মোক্তাদির।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।