নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
৮ফেব্রুয়ারী দিনাজপুরের নবাবগঞ্জে কোভিড-১৯ এর দ্বিতীয় দিনে টিকা নিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ আতাউর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার সহ দুদিনে টিকা গ্রহণ করলেন ৪০ জন। সারা দেশের ন্যায় কোভিড-১৯ টিকা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছায়। যথা নিয়ম অনুযায়ী উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পে এসে টিকা গ্রহণ করছেন আগ্রহীরা। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী জানান, মোবাইলে সুরক্ষা এ্যাপস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে এ টিকা দেয়া হচ্ছে। টিকা গ্রহণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সংবাদকর্মীদের জানান, সরকার কোভিড-১৯ এর আক্রান্ত থেকে নিরাময় থাকতে টিকার দেয়ার যে কর্মসূচী নিয়েছে তা প্রসংশার দাবীদার। টিকা গ্রহণ শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি নিজেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলাম। সরকারি ভাবে বিনামূল্যে এ টিকা গ্রহণ করলে মানবদেহে কোন ধরণের বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবেনা। আপনার আসুন সুরক্ষা এ্যাপস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে সরকারের গৃহীত টিকা গ্রহণ করুন এবং অন্যকে টিকা নিতে উৎসাহিত করুন। দ্বিতীয় দিনে ওই কেন্দ্রে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আমির হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ভাদুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসমান জামিল সহ ৪০ জন এ টিকা গ্রহণ করেছে।
মন্তব্য করুন