ঘোড়াঘাটে সরকারি জমি দখল করে দোকান ঘরের স্থাপনা নির্মাণের অভিযোগ ।

Spread the love

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি জমি দখল করে অবৈধ ভাবে দোকান ঘরের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বারপাইকের গড় মাজার কমিটির সভাপতি আবুল কালাম উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দাখিল করেছেন।
দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার বারপাইকেরগড়ে অবস্থিত প্রতœতত্ত¡ অধিদপ্তরের আওতাধীন বারপাইকের গড় মাজার শরিফের সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গার উপর উপজেলার মগলিশপুর মিরাপড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে ইব্রাহিম আলী ও বারপাইকেরগড় গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী সহ আরো অনেকে অবৈধ ভাবে জবর দখল করে দোকান ঘরের স্থাপনা নির্মান করেছে। এতে মাজার কমিটির লোকজন বাধা দিতে গেলে কমিটির লোকজনকে ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় অবৈধ দখলকারীরা। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম জানান, এ বিষয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি অতি দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।