নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরের নবাবগঞ্জে ২নং বিনোদ নগর ইউনিয়নের ডাংশেরঘাট কওমি ও এতিমখানা মাদ্রাসা ছড়াচ্ছে কোরআনের আলো। এলাকাবাসীর আর্থিক সহায়তা ও স্থানীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক এর অনুদানে মাদ্রাসাটি দিন দিন ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো: সানোয়ার হোসেন মন্ডল জানান ডাংশেরঘাট এলাকায় মনোরোম পরিবেশে স্থাপিত হয়েছে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি । প্রায় প্রতিদিন এতিম অনাথ সহ ১৫০জন শিক্ষার্থী আবাসিক হোস্টেলে অবস্থান করে শিক্ষা অর্জন করছে। প্রতিবছর ওই মাদ্রাসা থেকে হেফজ বিভাগ এর পাশাপাশি কওমি শাখাও খোলা হয়েছে। গত ২২ শে ফ্রেব্রুয়ারী ২০২১খ্রি: তারিখে মাদ্রাসার আয়োজনে বাৎসুরিক ওয়াজমাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই মাহফিলে প্রধান আকর্ষণ ছিল ৬জন শিক্ষার্থী পবিত্র কোরআন মাজিদ হেফজ সম্পন্ন করেছেন। তাদের পাগড়ী প্রদান উপলক্ষেই ওয়াজমাহফিলে প্রধান বক্তা সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপস্থিত ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতেই সম্মানী পাগড়ী প্রদান করা হয়েছে। এলাকাবাসী জানায় কোরআনের জ্ঞানের আলো ছড়াচ্ছে মাদ্রাসাটি।
মন্তব্য করুন