নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
গত ৭ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি অর্পণ পূর্বক সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা সহ রচনা প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রদানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, দোয়া মাহফিল হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, মোঃ আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুস তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম প্রমূখ।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেল ৩ টায় নবাবগঞ্জ থানা চত্তরে থানার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মিথুন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রবীণ আওয়ামীলীগ নেতা ডাঃ মোশারফ হোসেন, আমির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সামসুল আলম, এস.আই বদিউজ্জামান, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নওয়াবুর রহমান, নারী কনষ্টেবল মোছাঃ রেহেনা খাতুন প্রমূখ। আলোচনা সভায় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন, সারাদেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কার্যক্রম অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে। বঙ্গবন্ধু নিপীড়িত, বঞ্চিত মানুষের অধিকার আদায়ে নিজের জীবনবাজি রেখে কাজ করে গেছেন।
মন্তব্য করুন