নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনে অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ৪ উপজেলায় ৪৯ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলেছে। নির্মাণ শেষ হলে আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবাবগঞ্জে আওয়ামীলীগ সরকারের আমলে ১২ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দে উপজেলা সদরে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ ভিত্তি প্রস্তর শেষে ছাদ ঢালাইয়ের কাজ দ্রুত বেগে চলছে বলে নবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মোঃ আব্দুর রাজ্জাক জানান। জানা গেছে দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে ১১ ডিসেম্বর ২০১৯ইং সালে। ১২ কোটি ৩৬ লাখ ৫২ হাজার ৩শত ৯৫ টাকা বরাদ্দে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে গণপূর্ত বিভাগ দিনাজপুর-এর বাস্তবায়নে উপজেলার রামপুর বাজারে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রীর পক্ষে উদ্বোধন করেন দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। এবিষয়ে যোগাযোগ করা হলে দেওগাঁ (ফাযিল) ডিগ্রি মাদ্রাসার উপাধক্ষ্য মোঃ ইকরামুল হক জানান, ভিত্তি প্রস্তরের পর থেকেই সিডিউল মাফিক কাজ চলছে। গত ০৮ মার্চ ২০২১ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ছাদ ঢালাই পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন