নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
গত বুধবার সারাদেশের ন্যায় র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।পরে উপজেলা নির্বাহী মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমির হোসেন, ডা: মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেনায়ার হোসেন, সায়েম সবুজ প্রমুখ। আলোচনা শেষে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। এদিকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি পালনে ব্যাপক ও বিস্তর কর্মসূচী গ্রহণ করে। সকাল ১১টায় নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে বিভিন্ন পেশাজীবিদের অংশগ্রহণে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী। এছাড়াও উপজেলার দেওগাঁ ইমাম বখ্শ ফাযিল (ডিগ্রি ) মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয় । দিবসের বিভিন্ন বিষয় নিয়ে নবাবগঞ্জ নিউজ পোর্টাল এনজিনিউজ এর উদ্দোগে বিশেষ ক্রোড় পত্রের মোড়ক উন্মোচন করেন এমপি শিবলী সাদিক।
মন্তব্য করুন