ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার সুকানপুকুর মোড় (ভিক্কুর মোড়) নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করান।
শনিবার (২০ শে মার্চ) দিনাজপুর থেকে ছেড়ে আসা পূর্নভবা পরিবহন (দিনাজপুর জ-১১-০০৪৬) দুপুর ১২ টার দিকে ঐ স্থানে পৌঁছিলে বাসের এক্সেল ভেঙ্গে বাসটি রাস্তার মাঝখানে উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় বাসে থাকা ২৫-৩০ জন যাত্রীর মধ্যে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যানজট নিরসনের কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ওসি তদন্ত মোঃ মমিনুল ইসলাম।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী বলেন, আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে ও যাত্রীদের মোবাইল, ব্যাগসহ অন্যান্য মালামাল থানায় জমা দেওয়া হয়েছে। রাস্তা সংস্কারের কাজ দ্রæত না হওয়ায় রাস্তায় ব্যাপক গর্তের সৃষ্টি হয়েছে ও অতিরিক্ত গাড়ীর ঝাঁকুনিতে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙ্গে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত এ ধরণের দূর্ঘটনা ঘটছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।