জয়পুরহাটে নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র যোগদান I

Spread the love


জয়পুরহাট প্রতিনিধি: ওমর আলী বাবু >
জয়পুরহাটে নতুন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা শুক্রবার যোগদান করেন। জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সকাল ১১ টায় নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা(পিপিএম-সেবা) কে ফুল দিয়ে বরণ করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সিনিয়র এএসপি, এএসপি(প্রবি)সহ সকল থানার অফিসার ইনর্চাজ বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে ৯ মার্চ, ২০২১ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সেবাকে জয়পুরহাট জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
মাছুম আহাম্মদ ভূঞা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনয়নের ধনাশী গ্রামে জন্ম গ্রহন করেন।তার পিতা আবদুল খাবির ভূঞা। তিনি ১৯৯৪ সালে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হতে এসএসসি ও ১৯৯৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ হতে কৃতিত্বে সাথে এইচএসসি পাশ করেন।
তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে স্নাতক(সম্মান) ও মাস্টার্স এ মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেন। পাশ করার পরপরই তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান বিশ্বিবদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। তারপর তিনি ২৫ তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ এ যোগদান করেন।
চাকুরি জীবনে তিনি অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯-১০ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ এর প্রধান (ওসি, ইমিগ্রেশন) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্রিটিশ সরকারের অত্যন্ত সম্মানজনক Chevening Scholarship ২০১০’ এর আওতায় যুক্তরাজ্যের University of York হতে Applied Human Rights বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
পরে ২০১২- ১৪ সালে তিনি এএসপি(সদর/সার্কেল) হিসেবে নড়াইল জেলায় কর্মরত ছিলেন। ২০১৪-২০১৫ সালে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন MINUSTAH এর অধীন হাইতি তে Individual Police Officer(IPO) হিসেবে হাইতি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও হাইতি ন্যাশনাল পুলিশ এর capacity building কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এর ইউএন এ্যাফেয়ার্স এ দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল হতে বাংলাদেশের ঢাকা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের নভেম্বরে পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। অসাধারণ পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে ‘ÔIGP Exemplary Good Services BadgeÕ ’ ও ২০১৮ সালে President Police Medal (PPM) – সেবা লাভ করেন তিনি।
মাছুম আহাম্মদ ভূঞা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত সুশাসন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আপনাদের জান ও মালের নিরাপত্তা বিধানে আমি প্রতিজ্ঞাবদ্ধ। ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) প্রদর্শিত দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদান করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমন ও প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণকে সাথে নিয়ে জয়পুরহাট জেলা পুলিশ কে জনবান্ধব ও জনতার পুলিশে রূপান্তর করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। যতদিন আমি এই সুপ্রাচীন জনপদ জয়পুরহাট জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করব ততদিন আমি আপনাদের পুলিশ সুপার হিসেবে পরিচিত হতে চাই। আপনার পুলিশ, আপনার পাশে- এই হোক আমাদের শ্লোগান। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।