নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার ডিম বিতরন করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলা সদরে নবাবগঞ্জ ইসলামিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসায় উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর ডিম খাওয়ার কর্মসুচির আয়োজন করে।
মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে সিদ্ধ ডিম তুলে দেন সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান উপজেলা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ভি এস ডাঃ মোঃ শফিউল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, ওই মাদ্রাসার মোহতামিম হাফেজ শরিফ হোসেন, ক্বারী রাকিব, হাফেজ ইমরান হোসেন, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্ষুদে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে ডিম বিতরন এবং করোনা মোকাবেলায় ডিম বিতরন কার্যক্রম চলছে। শিক্ষাথীদের করোনা মোকাবেলায় রোগ প্রতিরোধে প্রত্যেক দিন দুধ ও ডিম খাওয়ার পরামর্শ দেন তিনি।
মন্তব্য করুন