ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ কর্মসূচি উদযাপন, দুই দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে মার্চ) উপাজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস,এম মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, ভেটেরিনারি সার্জন মোছাঃ রুমানা আকতার রোমি, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, একাডেমিক সুপাভাইজার ধ্বীরাজ সরকার, সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই মন্ডল প্রমুখ। মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ১৪টি স্টল স্থান পায়। স্টলে সরকারি দপ্তরগুলো তাদের উন্নয়নমুলক কর্মকান্ডের ভিডিও দর্শনার্থীদের জন্য প্রদর্শন করেন।
মন্তব্য করুন