জয়পুরহাট প্রতিনিধি- ওমর আলী বাবু >
সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা কার্যক্রম নিয়ে ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত জয়পুরহাট এর কালাই উপজেলার মাত্রাই বাজারে ইসলামী ব্যাংক মাত্রাই বাজার কেন্দ্র (আউটলেট) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ইউএম কম্পোজিট পরিচালিত এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বগুড়া ইভিপি ও জোন প্রধান আব্দুস সোবহান এর সভাপতিত্বে বিশেষ অতিথিদের বক্তব্য দেন মাত্রাই ইউপি চেয়ারম্যান আ. ন. ম শওকত হাবীব তালুকদার লজিক, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান মিঠু, ইসলামী ব্যাংকের কালাই শাখা ব্যবস্থাপক তানভীর আহম্মেদ হোসাইনী প্রমুখ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ স্থানীয় গুন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করে।
ইউএম কম্পোজিট এর সত্বাধিকারী এজেন্ট ব্যাংকের পরিচালক ডা. এইচ. এম রেজুয়ান জানান এখন হতে অত্র এলাকার ব্যাংকের সব ধরনের হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, বৈদেশিক রেমিটেন্স এর অর্থ প্রদান সেবা পাবে। এছাড়াও ইসলামী ব্যাংকের যে কোন অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার, ক্ষুদ্র ও কৃষি বিনিয়োগ বিতরণ ও আদায়, ইউটিলিটি বিল গ্রহণ, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কল্যাণমূলক ভাতা প্রদানসহ ব্যাংকের সব ধরনের সুবিধা এলাকা থেকে পাবে গ্রাহকেরা।
প্রধান অতিথি বলেন আধুনিক ব্যাংকিং সেবা জনগনের দোড়গোড়ায় পৌছা এবং সরকারের এস ডিজি বাস্তবায়নের লক্ষে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন