লালমনিরহাটে কোচিং বাণিজ্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা I

Spread the love


লালমনিরহাট থেকে এ.এল.কে খান জিবু> \
লালমনিরহাটে কোচিং বাণিজ্য করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) উপজেলার সারপুকুর ইউনিয়নের বিটিসি কোম্পানী মোড়ে ভিলেজ কোচিং সেন্টারে এ জরিমানা আদায় করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ী বছরের অধিক সময় ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যক্তি কোচিং বাণিজ্য চালু রেখেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার লকডাউন ঘোষণা করেছে। সরকারি সেই নির্দেশনা অমান্য করে উপজেলার বিটিসি কোম্পানী মোড়ে আব্দুস সোবহানের ছেলে নুরুন্নবী হুদা ভিলেজ কোচিং সেন্টারে শতাধিক শিক্ষার্থীর সমাগমে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কোচিং সেন্টারটি চালু রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে কোচিং সেন্টারের মালিক নুরুন্ননবী হুদাকে ১০ হাজার এবং তিন জন শিক্ষকের ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। আগামীতে এ কোচিং সেন্টার বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।