জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
শিক্ষার মানোন্নয়ন করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার উত্তরণে করণীয়সহ সার্বিক বিষয়ে উন্নয়নের জন্য জয়পুরহাটে ছায়া শিক্ষা অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়। শুক্রবার রাতে প্রফেসর পাড়ায় উপস্থিত সকলের কণ্ঠভোটে সংস্থাটির আহবায়ক ও সদস্য সচিবসহ মোট ১৩ জন বিশিষ্ট একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। আহŸায়ক হিসেবে মনোনীত হয় হারবিনজার এর পরিচালক মোঃ আমিনুর রহমান এবং সদস্য সচিব মনোনীত হয় ভার্টেক্স কোচিং সেন্টারের পরিচালক সাজিদ রাব্বি রাহাত।
এছাড়াও যুগ্ন আহবায়ক হিসেবে এ্যামবিশন এর পরিচালক আনিসুর রহমান, নিউক্লিয়াস সাইন্স একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, জিনিয়াস সাইন্স একাডেমীর পরিচালক ওমর আলী বাবু, ভার্টেক্স কোচিং সেন্টার থেকে মোঃ জাহাঙ্গীর আলম, ফিউশন একাডেমির পরিচালক মোঃ সুমন হোসেন, বিসিএস একাডেমির থেকে সিরাজুম মনির শুভ, নিউক্লিয়াস সাইন্স একাডেমি থেকে গোলাম মোস্তফা, পিনাকল একাডেমী থেকে সম্রাট শাহজাহান, এস এস সি এইডের এর পরিচালক নাহিদ হোসেন, কমার্স গ্যালারির পরিচালক মোহাম্মদ আসাদ হোসেন, বেসিক একাডেমি থেকে আনন্দ চন্দ্র দাসকে মনোনীত করা হয়।
মন্তব্য করুন