নবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১২৭টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের গরু বিতরন ।

Spread the love

নবাবগঞ্জ নিউজ, নিজস্ব প্রতিনিধি> দিনাজপুরের নবাবগঞ্জে সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২৭টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের গরু, খাদ্য ও ঘর নির্মাণের সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। গত ১১ এপ্রিল ২০২১ নবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের আয়োজনে দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান ।সুফলভোগীদের হাতে গরু ও খাদ্য সামগ্রী সহ গরু রাখার ঘর স্থাপনের জন্য সরঞ্জামাদি তুলে দেন। পরিবার গুলোর মাঝে গরুর যথাযথ ভাবে লালন পালনের জন্য প্রত্যেক পরিবারকে ১২৫ কেজি দানাদার গো-খাদ্য, গরুর আবাস নির্মানের জন্য ৪টি টিন, ৪টি সিমেন্টের পিলার এবং ১৯০ পিচ ইট বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ভেটেনারি সার্জন মোঃ শফিউল ইসলাম, ইউ,পি চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে সংসদ সদস্য সংবাদ কর্মীদের জানান, সরকার অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষে এ প্রকল্প হাতে নিয়েছে। এতে করে সুফল ভোগীরা আর্থিক ভাবে সাবলম্বী হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতউর রহমান জানান, সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এ ধরণের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যে প্রকল্প গ্রহণ করেছে তা প্রশংসার দাবীদার। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন সুফল ভোগীদের উন্নয়নে প্রাণীসম্পদ দপ্তর সবসময় খোঁজ খবর নিবে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।