কঠোর লকডাউনে চলছে নবাবগঞ্জের বারুনী মেলা।

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  দেশে করোণার সংক্রমণ রোধে জারি করা লকডাউনের মধ্যেও দিনাজপুর নবাবগঞ্জ থানার মাহামুদপুরে চলছে জমজমাট ঐতিহ্যবাহী মোগর পারা বারনী মেলা। এই মেলার নেই কোনো সরকারি অনুমতি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। সরোজমিনে বারনী মেলায় ঘুরে স্থানীয় এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলাটি ঐতিহ্যবাহী মেলা। প্রতি বছরেই বৈশাখ মাসের নির্দিষ্ট সময়ে মেলাটি না হওয়ায় এ বছর প্রশাসনের অনুমতি ছাড়া জোরপূর্বক মেলা বসিয়েছেন স্থানীয়রা। ১৯ এপ্রিল বিকেল ৪ টার পর মেলাটি শুরু হয় ২০ এপ্রিল মঙ্গলবার বিকেল পর্যন্ত মেলা চলতে থাকে। মেলাতে মিস্টি জিলাপি, খেলনা সামগ্রী, বাঁশি, ফুলানি, দাঁ, ছুরি, দাড়ি পাল্লা, রসুন,হলুদ সহ বিভিন্ন প্রকার ১০০ টি দোকান বসেছে। বারুনী হাট কর্তৃপক্ষের সভাপতি বলেন, হিন্দু ধর্মের স্নান উৎসব উপলক্ষে এই মেলার আয়োজন।   পুজা উদযাপন কমিটির সভাপতি এই বিষয়ে ভালো বলতে পারবেন। পুজা উদযাপন কমিটির সভাপতি বলেন, মেলা চলার জন্য তারা কোনো সরকারি অনুমতি পাননি, সে জন্য তারা মেলায় দোকান না বসার জন্য মাইক দ্বারা এলাকায় প্রচার চালায়,তার পরেও স্থানীয়রা জোরপূর্বক মেলাতে দোকান বসিয়েছেন। এ বিষয়ে কথা বলতে মাহামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম বাদশাকে একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসোক কুমার চৌহান বলেন, মেলা বন্ধ করার জন্য ইতিমধ্যে লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার বলেন,উপজেলা প্রশাসন করোনা রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর লকডাউন উপেক্ষা করে মেলা বসিয়েছে স্থানীয়রা খবর পেয়ে সেখানে থানা পুলিশের পক্ষ হতে লোক পাঠানো হয়েছে মেলা বন্ধ করার জন্য তার পরেও স্থানীয়রা যদি মেলা বন্ধ না করে তাহলে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।