নবাবগঞ্জে ১ কোটি ৫৪লাখ টাকা বরাদ্দে ৩৪টি প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে কর্মসংস্থান কর্মসূচীর কাজ I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
দিনাজপুরের নবাবগঞ্জে ২০২০-২১ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নে করোনাকালীন সময়ে উপজেলার বেকার শ্রমিকদের কর্মসংস্থানের কাজ শুরু হয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আজম জানান, ৪০দিন ধরে এ প্রকল্পের কাজ চলবে। প্রকল্পের জন্য ১কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ ৩৪ টি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন কাজ করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, রাস্তা নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট সহ উন্নয়নমূলক কাজ। এবিষয়ে যোগাযোগ করা হলে ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা জানান, প্রকল্পের কাজ সমাপ্ত হলে উন্নয়নমূলক কাজ হবে। সঠিক ভাবে সরকারি অর্থায়নে এ প্রকল্পের কাজে কোন ধরণের অনিয়ম দূর্নীতি মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।