নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
সোমবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে শেখ হাসিনার দর্শন, কৃষকের উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে অভ্যন্তরীণ গম সংগ্রহ ২০২০-২১ মৌসুমে ইউনিয়ন ভিত্তিক কৃষক নির্বাচন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষ্যে উন্মুক্ত লটারী হয়েছে। এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) আল মামুন। উপজেলা খাদ্য নিয়নন্ত্রক মোঃ হালিমুর রশিদ জানান, ২০২০-২১ মৌসুমে সরকারি ভাবে নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে গম চাষীদের নিকট থেকে ১০১ মে.টন গম ২৮ টাকা কেজি দরে ক্রয় করা হবে। উপজেলা কৃষি অফিসের পাঠানো তালিকা অনুসরণ করেই সরাসরি কৃষকদের নিকট থেকে গম ক্রয় করা হবে বলে তিনি সংবাদ কর্মীদের জানান। লটারী শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান জানান, সরকারি ভাবে গম ক্রয়ে কোন ধরণের অনিয়ম দূর্নীতি মেনে নেওয়া হবে না। কৃষকেরা স্বচ্ছ ভাবে গোডাউনে গম বিক্রি করতে পারবে। লটারীর তালিকা চুড়ান্ত হলেই গোডাউনে গম ক্রয় করা হবে বলে খাদ্য বিভাগ জানান।
মন্তব্য করুন