জয়পুরহাটে ১২ জুয়াড়ি গ্রেফতার করেছে র‌্যাব ।

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু >
জয়পুরহাটের পৌর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনের মাইক্রো স্ট্যান্ড হতে ১২ জুয়াড়ি ও সদর উপজেলার তাজপুর হতে ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যম্পের একটি দল।
র‌্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক এর নেতৃত্বে বিকেলে জয়পুরহাট জেলার পৌর সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের সামনের মাইক্রো স্ট্যান্ডে এক বিশেষ অভিযান পরিচালনা করে ২ বান্ডিল তাস, জুয়া খেলার ২৮ হাজার ৩০০ টাকা ১৩ টি মোবাইল সেট, ২১ টি সীমকার্ডসহ ১২ জুয়াড়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হল, জয়পুরহাট সদর উপজেলার মাষ্টারপাড়ার মৃত আলেফ উদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম সাজু (৪৭) ,পালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪২), হানাইল (উত্তরপাড়া) গ্রামের আব্দুর রশিদের ছেলে মনোয়ার হোসেন (৩২),বড় মাঝিপাড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩৫), আউশগাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে শাহিন (৩২), হানাইল গ্রামের মৃত মঞ্জিলের ছেলে রানা ইসলাম (২২),খাজাউল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৭), হাড়াইলের মনছুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৮), মৃত আজাহার আলী মন্ডলের ছেলে জুয়েল রানা (৩৬), মৃত একরাম আলীর ছেলে মাহবুব আলম (৩৫), আদর্শপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে দেলোয়ার হোসেন (৩৫), দেওয়ানপাড়ার আব্দুর রশিদের ছেলে জনি (২৫)।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, ফজলুল হক জানান, আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় প্রকাশ্য জুয়া আইন-১৯৬৭ ধারায় মামলা দায়ের হয়েছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।