জয়পুরহাটে গণপরিবহন চালুর দাবিতে মটর শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ ।

Spread the love

জয়পুরহাট প্রতিনিধিঃওমর আলী বাবু >
জয়পুরহাটে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মটর শ্রমিক ইউনিয়ন। লক ডাউনে কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করায় জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করে মটর শ্রমিক ইউনিয়ন । রবিবার সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচুর মোড় জিরো পয়েন্টে এক সমাবেশ হয়।জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিকের নেতা ইকবাল হোসেন, রাশেদ আহমেদ মিলন আজাহার আলীসহ অন্যান্য সদস্যরা।এসময় বক্তরা বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কর্তৃক তিন দফা দাবী উল্লেখ্য করে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে। সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০টাকায় ও এমএস এর চাল বিক্রির ব্যবস্থা করতে হবে। লক ডাউন শিথিল করায় গার্মেন্টস, শপিং মল, কাঁচা বাজার, অফিস আদালত ইত্যাদি চলছে। অথচ আমাদের শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়াও আগামী ৪ই মে মঙ্গলবারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।