নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। তবে পুরোদমে ধান কাটা-মাড়াই শুরু হতে আর মাত্র কয়েকদিন সময় লাগবে। কৃষি বিভাগের পরামর্শে যথাসময়ে কৃষকরা ভালো পরিচর্যা করায় এবছর ধানের ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি দেখা দিয়েছে।দিনাজপুরের নবাবগঞ্জে ধান মাড়াই শুরু, বাম্পার ফলনের সম্ভাবনা উপজেলার ৯টি ইউনিয়নে দিগন্ত জুড়ে পাকা ধানের সোনালি রঙের সমারোহ দেখা দিয়েছে। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের ভালো ফলনের বুকভরা আশা করছেন কৃষকরা। নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, চলতি বছরে ৯টি ইউনিয়নে আবহাওয়া অনুকুলে থাকায় কৃষি অফিসের পরামর্শে সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পরিচর্যা, নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথাসময়ে সেচ দেওয়া, সার সংকট না থাকায় উপজেলার কৃষকরা ব্রি-২৮, ব্রি- ২৯, মিনিকেট জাতের ধান চাষ করেছেন। নতুন ধান কাটার শুরুতেই বিঘাপ্রতি ২০-২২ মণ হারে ধান উৎপাদন হচ্ছে। উপজেলার মহেষপুর গ্রামের কৃষক মো. আব্দুল খলিল জানান, আমি এ বছর ৬ বিঘা জমিতে বোরো লাগিয়েছি। কৃষি বিভাগের পরামর্শে যথাসময়ে ভালো পরিচর্যা করায় আমার জমিতে ধান ভালো হয়েছে। ইতোমধ্যেই ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হচ্ছে। কৃষক মো. বেলাল হোসেন জানান, আমিও ২ বিঘা জমিতে ধান লাগিয়েছি। ধানকাটা শুরু করেছি, ফলনও ভালোই হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বোরো ধান লাগানোর শুরু থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে উপজেলায় ধানকাটা-মাড়াই শুরু হয়েছে ও ধানের ভালো ফলন হওয়ায় লক্ষ মাত্রা অতিক্রম করবে বলে আমরা আশা করছি।
মন্তব্য করুন