ঘোড়াঘাটে চোরাই গরু উদ্ধার সহ ৫ জন আটক ।

Spread the love


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে ঘোড়াঘাট থানা পুলিশ ২টি চোরাই গরু উদ্ধার সহ ৫ জনকে আটক করেছে । এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে একটি গরু চুরি মামলা হয়েছে। বাকি পলাতক ৪ জন আসামীকে আটকের চেষ্টা করছে পুলিশ।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট কারিগরি কলেজের সামনে চেক পোষ্ট বসিয়ে ডিউটি করা কালে একটি নীল রংয়ের মিনি ট্রাককে (ঢাকা মেট্রো-ড ১২-০৩৪৬) থামানোর সংকেত দেয় পুলিশ।
পরে ট্রাকের উপর গরুর তাজা গোবর, প্রসাব ও তাজা খড়খুটো দেখে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশি করে একটি লোহার শাবল, একটি বোল্ড কাটার, একটি সিধ কাটার লোহার সুচালো হাতল উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাক চালক সাজু মিয়া ও ট্রাকে থাকা মিজানুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘোড়াঘাট উপজেলার সুরা মসজিদ গ্রামের করিমের বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানের পূর্বে সেখান থেকে চোরাই গরু ২টি নিয়ে পালিয়ে যায় চোরেরা।আটকৃতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্তপুর পশ্চিম পাড়া গ্রামের সহিদুল ইসলামের ছেলে সাজু মিয়া (২৭), দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা কাঠালপাড়া হরিনাথপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে মিজানুর রহমান(৪৪), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত কেফায়েতুল্লাহ্ ছেলে মজনু মন্ডল (৫৫), ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে সাহেব মিয়া (৩৮), সিংড়া বেড়ীভিটা গ্রামের রমজান আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫)।এ ঘটনায় মঙ্গলবার রাতে গরুর মালিক দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষীপুর চিলাপাড়া গ্রামের শ্রী যোগেস সরেন বাদি হয়ে ঘোড়াঘাট থানায় ৯ জনকে আসামি করে ১টি গরু চুরি মামলা দায়ের করেন।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিমের নিকট থেকে প্রয়ুক্তিগত সহায়তা নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া-পাঁচবিবি সড়কের ধরমপুরার মোড় সংলগ্ন কালর্ভাটের উপর থেকে চুরি হয়ে যাওয়া ২ টি গরু উদ্ধার সহ সাহেব মিয়া, সাইদুল ও মজনু মিয়াকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির সক্রিয় সদস্য বলেও স্বীকার করে। এ ঘটনায় আটক ৫ জন আসামিকে চুরি মামলায় বুধবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছে। তাদের ধরতে জোরালা চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া গরু ২টি মালিকের নিকট আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।