সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে হাকিমপুর প্রেসক্লাবের মানববন্ধন I

Spread the love


নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান>
দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনেস্তা ও পরিকল্পিত মামলায় আটক এর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারিদের দৃষ্টান্তম‚লক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (২০মে) সকাল ১১টায় হাকিমপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ও বৈশাখী টিভি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক,গাজী টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি ডাঃ আলতাফ হোসেন,বাংলাভিশন টিভির প্রতিনিধি মুরাদ ইমাম কবির। এ সময় সেখানে এনটিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, ডিবিসি টিভি প্রতিনিধি মাসুদুল হক রুবেল,সময় টিভি প্রতিনিধি শফিকুল ইসলাম, মাছরাঙা টিভি প্রতিনিধি হালিম আল রাজি, একুশে টিভি প্রতিনিধি সালাউদ্দিন বকুল, দৈনিক খবর পত্র ও রাইজিংবিডি প্রতিনিধি মোসলেম উদ্দিন, বাংলাটিভি প্রতিনিধি আব্দুল কুদ্দুস, এশিয়ান টিভি প্রতিনিধি শাহিনুর ইসলাম, মুভি টিভি প্রতিনিধি সোহেল রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রমেন বসাক, দৈনিক আমাদের সময় প্রতিনিধ মিজানুর রহমান, দৈনিক জবাবদিহি ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি তৌহিদুল ইসলাম তৌহিদ,দৈনিক দুরন্ত সংবাদ প্রতিনিধি নুরুজ্জামান সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তরা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, হেনস্তাকারী উপ-সচিব কাজী জেবুন্নেছার অপসারন ও দৃষ্টান্ত ম‚লক শাস্তির দাবি জানান।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।