ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Spread the love

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
গত শুক্রবার বাদ জুমা দিনাজুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে তৌহিদি জনতার আয়োজনে ফিলিস্তিনে ইজরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা হয়েছে। ভাদুরিয়া বাজার মসজিদ সহ আশপাশের মুসল্লিরা নামাজ শেষে ভাদুরিয়া বাজারে সমবেত হয়ে বিক্ষোভ শেষে প্রতিবাদ সভা করেছে। বাজারের চারমাথা মোড়ে মসজিদের মুসল্লি ছাড়াও বিভিন্ন পেশাজিবী বিক্ষোভে অংশগ্রহণ করেন। পরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ডাঃ নুরে আলম সহ অনেকে। এই সময় বক্তারা বলেন, ফিলিস্তিনি জনগণের উপর নির্মম হামলায় নারী শিশুরা মারা গেলেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে। এই বর্বরতার অবসান হওয়া দরকার। ইসরাইল তাদের সম্প্রসারণ নীতি দিয়ে গাজা এলাকায় বসতি গড়ে তোলে। শুধু তাই নয় প্রতিনিয়ত ফিলিস্তিনি জনগণের উপর তারা তাদের দখল কায়েম করে, পবিত্র আল আকসা মসজিদ দখল নিতে চায়। ইসরাইলের দখলদার নীতি অব্যাহত থাকলেও এই বিষয়ে বিশ্ব সম্প্রদায় উচ্চবাচ্চ করছে না। আলোচনা শেষে আল্লাহর দরবারে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।