লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী গুলিবিদ্ধ I

Spread the love

লালমনিরহাট থেকে এ.এল.কে খান জিবু #
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে বিএসএফ’গুলিতে এক মিলন ইসলাম(৩৫) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার(২৫মে) ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ মিলন ইসলাম উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকতেন বলে জানাগেছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানান, মঙ্গলবার ভোরে ৪/৫জন গরু পারাপারকারী একটি দল  গরু আনার জন্য জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫ নং মেইন পিলার অতিক্রম করে ভারতের ১শ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এসময় টহলরত ভারতের কোচবিহার জেলার ১০০বিএসএফ ব্যাটালিয়ন পদ্না ক্যাম্পের টহলদল তাদের কে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে  মিলন ইসলাম(৩৫) কোমরে গুলিবিদ্ধ হয়।
এসময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে অসে। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।