করোনাকালীন সময়ে কৃষি ফসল উৎপাদনে বীরগঞ্জ উপজেলায় সফল ভাবে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর I

Spread the love


নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
করোনাকালীন সময়ে কৃষি ফসল উৎপাদনে বীরগঞ্জউপজেলায় সফল ভাবে কাজ করে যাচ্ছে কৃষি দপ্তর। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ২০২১ মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মস‚চির আওতায় বাস্তবায়িত ৫০ একর জমিতে সমলয় চাষাবাদ বøকের হাইব্রিড জাতের বোরো ধান কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন এমপি গোপাল । জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর খামারবাড়ী কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আসলাম উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান। আলোচনা সভার প‚র্বে সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামে জমিতে নেমে নিজে ধান কেটে ও কম্বাইন হারভেস্টার যন্ত্র দ্বারা ৫০ একর জমির ধান কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।এর আগে উপজেলা চত্বরে ৫০ শতাংশ ভ‚র্তকি দিয়ে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন ৩ জনের হাতে হস্তান্তর করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। যার একটির ম‚ল্য প্রায় ৩০-৩৫ লাখ টাকা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার মনোরঞ্জন অধিকারী’র প্রাণবন্ত সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, ইউপি চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান জানান, করোনাকালীন সময়ে বীরগঞ্জ উপজেলায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সরকারের নির্দেশ অনুযায়ী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। উৎপাদনের সাথে জড়িত থাকা কৃষকেরা জানান প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে কৃষকেরা করোনা কালীন মহামারীতেও খাদ্য ঘাটতি পুষিয়ে নিতে সবজি চাষ সহ কৃষি ফসল উৎপাদনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছে।

 


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।