এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জে ২৭ মে বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে ও স্বল্প পরিসরে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে এলাকার উন্নয়ন বিষয়ক মত বিনিময় করেছেন। এসময় তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজে সর্বস্তরের পেশাজিবীদের সুচিন্তিত পরামর্শ নিয়ে সরকারের দেয়া অর্পিত দায়িত্ব পালন করতে চাই। তিনি জানান, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের আবাসস্থল নির্মাণে কোন ধরণের অনিয়ম দূর্নীতি মেনে নেওয়া হবে না। সরকারী পরিপত্র ও নির্দেশনা অনুযায়ী যথাযথ ভাবে কাজ করা হবে। আপনারা সহায়তা করবেন।আশুড়ার বিল প্রসঙ্গে বলেছেন, দিনাজপুরের ঐহিহ্যবাহী আশুড়ার বিল ঘেঁষে দৃষ্টিনন্দন জাতীয় উদ্যান এ অঞ্চলের পর্যটন ক্ষেত্রে অর্থনৈতিক জোন হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করবে। আশুড়ার বিলের আর জাতীয় উদ্যানের উত্তোরত্তর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলে সংবাদকর্মীদের জানান। এসময় উপজেলা সহকারী কমিশনা ভূমি আল মামুন সহ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, সদস্য ওয়ায়েস কুরুনী, মাহবুবুর রহমান, পারভেজ রানা, গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন