সঠিক নিরপেক্ষ তদন্তের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ঘর দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

Spread the love

স্টাফ রিপোর্টার :

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী নামক আশ্রয়ন প্রকল্পে টাকার বিনিময়ে সরকারি ঘর দেওয়ার নাম করে হরিদাস (৪০), সাবিনা টুডু (৩৫) সহ প্রায় ৭-৮ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ শামসুল (৫০) কে অভিযুক্ত করে ইউপি চেয়ারম্যান এর কাছে অভিযোগ দাখিল হয়েছে। অভিযুক্ত শামসুলের বাসা উপজেলার হরিনাথপুর গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগীরা চেয়ারম্যানের নিকট একটি লিখিত অভিযোগ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাহামুদপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামের জহনের মেয়ে সাবিনা টুডু কে, টকার বিনিময়ে সরকারি ঘর দেওয়ার নাম করে টাকা চান শামসুল। পরে এতো টাকা যোগার করতে না পেরে, মানুষের ধার করে টাকা নিয়ে শামসুল আরও টাকা দেন সাবিনা টুডু। কিন্তু তার কপালে জুটেনি সরকারি ঘর । একই ভাবে শংকর,হরিদাস, প্রদীপ, সংকর দুই, পাউলিনা,পাওলিনা মার্ডি সহ নগেনের থেকেও টাকা নেন শামসুল। এদিকে ঘর না দেওয়ায় টাকা ফেরত চান ভুক্তভোগীরা। কিন্তু টাকা দেবেন না জানিয়ে তাদের ভয়ভীতি ও হুমকি দেন শামসুল ।
এবিষয়ে যোগাযোগ করা হলে ৮নং মাহমুদপুর ইউপি চেয়াম্যান মোঃ রহিম বাদশা এ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর নিয়ে অনিয়ম করে অর্থ আদায়ের জন্য শামসুলের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের প্রাপ্তি স্বীকার করে ইউপি চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।
এদিকে অভিযুক্ত শামসুল বলেন, আমি নিজেও ভূমিহীন। আমাকেও সরকারি বরাদ্দের ঘর দেওয়া হয়েছে। কারো কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নেব এমন অভিযোগ মোটেও সত্য নয়। তবে আমার কিছু প্রতিপক্ষ আমার নামে মিথ্যা তথ্য পরিবেশন করে আমার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইন পত্রিকায় সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সঠিক তদন্ত আসলেই নির্দোষ প্রমানিত হবে এমন দাবি তার।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।