দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রথম বর্ষে ভর্তি হলেন সেই মুন্নি।

Spread the love

এনজি নিউজ স্টাফ রিপোর্টার +

পাবনা জেলার হতদরিদ্র পরিবারের সন্তান জান্নাতুন মৌমিতা মুন্নীর অবশেষে চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরণ হতে চললো। আজ ৩০ মে রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন মুন্নী।পাবনা জেলার হতদরিদ্র ভ্যানচালক বাকী বিল্লার মেয়ে মুন্নী পাবনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৬৯.৭৫ নম্বর পেয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান মুন্নী।শিক্ষা জীবন জুড়েই অভাব অনটনে আর্থিক দুশ্চিন্তা ছিল মুন্নীর নিত্যসঙ্গী। মেধার জোরে সব বাধা জয় করে মেডিকেলে পড়ার সুযোগ পেলেও সেই আর্থিক দুশ্চিন্তাই তাকে ঘিরে ধরেছিল। এমন অবস্থায় গত ৮ এপ্রিল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে হুইপ ইকবালুর রহিম এমপি মুন্নীর মেডিক্যাল কলেজে ভর্তিসহ লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেয়ার আশ্বাস দেন। পাবনা হতে ভ্যানচালক বাবাকে সাথে নিয়ে এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন পুরণের পথে পা রাখতে পেরে খুশি মুন্নী।মেডিকেল কলেজে ভর্তি হয়ে মুন্নী গণমাধ্যমকে জানান, হুইপ ইকবালুর রহিম আমাকে যে সুযোগ করে দিলেন তাতে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই এবং চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চাই।দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন জানান, প্রতি বছর লক্ষ্য করা যায় কিছু দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীরা এই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়ে থাকে। আর সেই দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেন হুইপ ইকবালুর রহিম এমপি। এবারও তার ব্যতিক্রম নয়, পাবনা জেলার মেধাবী শিক্ষার্থী মুন্নীর মেডিকেলে লেখাপড়ার ব্যয়ভার গ্রহন করেছেন হুইপ।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।