এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হলাইজানা গ্রামের আব্দুস সালাম থানায় অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তার ভাইয়ের সাথে বসতবাড়ির জায়গা নিয়ে বিবাদ চলে আসছিল। এক পর্যায়ে গত বুধবার বেলা আনুমানিক ১২টা ৪৫মিনিটে তার যাতায়াতের রাস্তা বন্ধ করে পথরোধ করে। এক পর্যায়ে বাধা দিতে গেলে রাসেল মিয়া (২২), আবুল কালাম (৫৫), মোছাঃ লাইলি বেগম (৪৮) অস্ত্রে সজ্জিত হয়ে লোহার রড, লাঠি দ্বারা আব্দুস সালামের স্ত্রী মোছাঃ হাসিনা বেগম কে মারপিট সহ লোহার রড দ্বারা মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। এছাড়াও প্রতিপক্ষরা লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এঘটনায় স্থানীয়রা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায় । এছাড়াও তার স্বামী আব্দুস সালামকেও মারপিট করে আহত করে। এঘটনায় আব্দুস সালাম (৫০), পিতা- ওসমান আলী, সাং- হলাইজানা ওই ৩জনকে বিবাদী করে নবাবগঞ্জ থানায় এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছেন।
নবাবগঞ্জে বসতবাড়ির জায়গাকে কেন্দ্র করে নারীর মাথায় আঘাত
Newer Postনবাবগঞ্জে বজ্রপাতে ১ নারীর মৃত্যু
মন্তব্য করুন