জয়পুরহাট প্রতিনিধি, ওমর আলী বাবু >
জয়পুরহাটের কালাই জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে কালাই পৌর এলাকার উপজেলা পাড়া থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হল, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজাউল করিম (৪৭), কালাই উপজেলা জামায়াতের আমির মুনসুর রহমান (৪৭), সাধারণ সম্পাদক আব্দুর রউফ (৪৪), সমাজসেবা সম্পাদক ও সাবেক আমির তাইফুল ইসলাম ফিতা (৪৭), কালাই পৌর জামায়াতের আমির মোজাফফর হোসেন (৪৭)।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম মালিক বলেন, বুধবার রাতে কালাইয়ের উপজেলা পাড়ার জামায়াতে নেতা মুনসুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিক্তিতে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ ৫জন নেতাকে বিশেষ ক্ষমতা আইনে আটক করা হয়। বৃহস্পতিবার ১২টার দিকে আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি গোলাম কিবরিয়া এক যৌথ বিবৃতিতে বলেন – গতকাল ০২ জুন বুধবার কালাই উপজেলা জামায়াতের উপজেলা ইউনিট সদস্যবৈঠক বিকেলে কালাই পূর্ব পাড়া কালাই উপজেলা আমীর জনাব মুনছুর রহমানের বাসায় চলছিল, এমতাবস্থায় সন্ধা ০৬ঃ৩০ ঘটিকায় কালাই থানা পুলিশ উক্ত বৈঠক থেকে জয়পুরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর ড. রেজাউল করিম খান, কালাই উপজেলা জামায়াতের আমীর জনাব মুনছুর রহমান, সেক্রেটারি জনাব আব্দুর রউফ, অধ্যক্ষ তাইফুল ইসলাম, মাওলানা মোজ্জাফ্ফর হোসেন কে গ্রেফতার করেন।
জামায়াত নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন-জামায়াতে ইসলামী নিষিদ্ধঘোষিত কোন দল বা সংগঠন নয়, জামায়াত -ইসলামি অনুস্মৃতির লালন ও অনুস্মরণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে এদেশে দীর্ঘদিন যাবত গঠনমূলক সাংগঠনিক কাজ পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় কালাই জামায়াতে ইসলামী সাংগঠনিক বৈঠক পরিচালনাকালে তাদের গ্রেফতার সম্পূর্ণ অগণতান্ত্রিক আচরণ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা প্রত্যাহারপূর্বক গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
মন্তব্য করুন