ঘোড়াঘাটে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন I

Spread the love

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট প্রাণি সম্পদ দপ্তর ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ই জুন) প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।
উদ্বোধন শেষে  উপজেলা  নিবার্হী  অফিসার মোঃ রাফিউল  আলমের সভাপতিত্বে  আলোচনা সভায়
স্বাগত  বক্তব্য রাখেন,  ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা রুমানা আকতার রুমি।  প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিকের অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সাধারণ      সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর নেওয়াজ আহমেদ,    ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম   উদ্দিন।
এছাড়াও খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জাতীয় পুরষ্কার প্রাপ্ত কাজী আবু সায়াদ চৌধুরী ও খামারী  শাহ নেওয়াজ।  এ মেলায় মোট ২৪টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল  ইসলাম।

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।