মোঃ রেজওয়ানুর রহমান শুভ
দিনাজপুরের নবাবগঞ্জে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের আয়োজনে ‘‘প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগীতার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ’’ শীর্ষক প্রকল্পে সদস্য উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই প্রশিক্ষণের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সিনিয়র সহকারী পরিচালক শিরিন আফেরোজ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ জুলফিকার আলী, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন হিসাব রক্ষণ কর্মকর্তা আশুয়া খাতুন, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন মাঠ কর্মকর্তা মোঃ রতন মিয়া, জীবন সরকার, নৃপেন্দ্রনাথ রায়, প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।
মন্তব্য করুন