নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান >
কোভিড-১৯ থেকে উপজেলা বাসীকে রক্ষা করতে মাঠে নিরলস ভাবে কাজ করেছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। তিনি আজ নিজেই আক্রান্ত হয়েছেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৬০) করোনায় আক্রান্ত হয়েছেন। গত বুধবার সন্ধায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরপিসিআর ল্যাব থেকে পাঠানো এক তথ্যানুযায়ী নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার তিনি র্যাপিড এন্টিজেন টেস্টে এবং বুধবার দিনাজপুর আরপিসিআর ল্যাবের টেস্টেটও করোনা পজিটিভ হয়েছেন। উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, বেশ কয়েক দিন আগে শরিরে জ্বর ও সর্দি ছিল। এখন শরীরের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা জানান, উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান নিজে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে র্যাপিড এন্টিজেন টেস্ট করান। সেই টেস্টে তিনি করোনা পজিটিভ হন। পরে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরপিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় আরপিসিআর ল্যাব থেকে পাওয়া তথ্যেও উনার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। তিনি নিজ বাড়িতেই আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, চেয়ারম্যান করোনা প্রতিরোধে নিয়ম অনুযায়ী দুইবার টিকাও গ্রহণ করেছিলেন। এবিষয়ে জানতে চাওয়া হলে চেয়ারম্যান উপজেলা সহ দেশের মানুষের নিকট থেকে আশু রোগমুক্তি কামনা করে দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন