নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় করোনাকালে সাধারণের মাঝে স্বাস্থ্য বিধি মেনে চলার কোন বালাই নাই। উপজেলার প্রশাসনের পক্ষে মাইকিং করা সহ নানা ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানানো হলেও মানুষ সব খানেই স্বাভাবিক ভাবে চলাচল করা করছেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম নিজে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে স্বাস্থ্য মেনে চলার প্রচারণা চালাচ্ছেন। এরপরেও সাধারণ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন না। মূখে মাস্কও দিচ্ছেন না। এক সাথে গাদাগাদি করে বাজারে বিচরণ, চা দোকানে আড্ডা দেয়া সহ যানবাহনগুলোতেও চলাচল করছেন। করোনা কে তারা কোন গুরুত্বই দিচ্ছেন না। ভারত সিমান্তবর্তী বিরামপুর ও হাকিমপুর সংলগ্ন নবাবগঞ্জ উপজেলা। এ উপজেলার মানুষ প্রতিনিয়িত বিরামপুর ও হাকিমপুর উপজেলা এলাকায় যেমন যাতায়াত করে থাকেন তেমনি বিরামপুর ও হাকিমপুর উপজেলার লোকও এ উপজেলায় যাতায়াত করে থাকেন। বিরামপুর উপজেলায় এক দিনে ২৩ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে মঙ্গলবার থেকে হাকিমপুরে লকডাউন ঘোষনা করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহার আলী জানান করোনা আক্রান্তের তালিকা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারেও অ্যান্টিজেন টেষ্টে কয়েক জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
মন্তব্য করুন