লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক ২৮ (আটাশ) কেজি ৭০০ গ্রাম গাঁজা, ২৩০ বস্তা ভুট্টাসহ একটি ট্রাক, দুইটি ফোন উদ্ধার। ১৪/৬/২০২১ইং সোমবার ভোর ০৬.১৫ ঘটিকায় লালমনিরহাট সদর থানার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে সঠিবাড়ী বাজার হইতে নরসিংদী জেলা গামী ভুট্টা বোঝাই একটি ট্রাক তল্লাশী করে ভুট্টার বস্তার সাথে থাকা একটি বস্তার ভিতরে মোট ৫টি গাজার পোটলা, যাহার ওজন ২৮ কেজি ৭০০ গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেন। উদ্ধারকারীঃ এসআই/মোঃ নুর আলম সরকার নেতৃত্বে তার টিম। ট্রাক নাম্বার-ঢাকা মেট্রো-২০-১৬৬২ পরে ট্রাকটি আটক করে থানায় নিয়ে ১/ ট্রাক চালক রুবেল খান(২৫) ও ট্রাকের ২/ হেলপার নয়ন মিয়া(২৪) কে আটক করে, ট্রাকের মালিক ইসরাইল ওরফে ইসরাফিল সহ ৩জন কে আসামি করে পরে গ্রেফতারকৃত আসামীসহ ট্রাকের মালিকের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার মামলা নং-৪৩, তাং-১৪/০৬/২০২১ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১৯(গ)/৩৮/৪১ রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধার কারি এস আই নুর আলম সরকার।
মন্তব্য করুন