নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে সেনাবাহিনীতে চাকুরীর ভুয়া নিয়োগ পত্র দিয়ে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা মূলক ভাবে টাকা আত্মসাতের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার পুটিমারা গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আবজাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায় বাদীর ছেলে রাসেল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেয়ার জন্য উপজেলার মতিহারা গ্রামের মৃত কাচু সরদারের ছেলে মাহাতাব উদ্দীন সরদার (৫৫) গত ২০১৮ সালের নভেম্বর মাসে ৫ লাখ ৫০ হাজার টাকার গ্রহন করেন। এরপর ১ মার্চ ২০১৯ সালে মাহাতাব সরদার বাদীর বাড়ীতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চুড়ান্ত ভাবে ভর্তির নিয়োগ পত্রের একটি অনুলিপি প্রদান করেন। ওই নিয়োগ পত্র অনুযায়ী বাদীর ছেলেকে রংপুর থেকে ২৪ জানুয়ারী ২০২০ তারিখ সকাল ১০ টার মধ্যে চট্টগ্রাম সেনানীবাসে প্রশিক্ষনের জন্য উপস্থিত হবার কথা বলা আছে। সেই মোতাবেক বাদীর ছেলে ২৩ জানুয়ারী ২০২০ তারিখে রংপুর সেনানীবাসে উপস্থিত হলে জানতে পারে যে নিয়োগ পত্রটি ভ’য়া। চাকুরী না হওয়ায় বাদী মাহাতাব সরদারের নিকট টাকা ফেরৎ চান। মাহাতাব টাকা দিব দিচ্ছি করে কালক্ষেপন করতে থাকে। এমতাবস্থায় তিনি বৃহস্পতিবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মন্তব্য করুন