ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের সমস্যা সমাধানে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২শে জুন) ঘোড়াঘাট উপজেলা তথ্য সেবা কেন্দ্রে আয়োজনে সকাল ১১ টায় উপজেলা নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহারের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মানিক, সমাজ সেবা অফিসার আব্দুল আওয়াল, প্রধান শিক্ষক প্রীতি রাণী সরকার, তথ্য সেবা সহকারী মোছাঃ মৌসুমী খন্দকার ও আনজিরা তালুকদার তনুজা প্রমুখ।
উঠান বৈঠকে বক্তারা শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার বিষয়ে ব্যপক আলোক পাত করেন।
ঘোড়াঘাটে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত I
Newer Postবিরামপুরে মাদক সহ চারজন গ্রেফতার ।
মন্তব্য করুন