কঠোর লকডাউনে নবাবগঞ্জে প্রথম দিনে অভিযান মামলার জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

Spread the love

 

এনজি নিউজ স্টাফ রিপোর্টার ,

কঠোর লকডাউনে নবাবগঞ্জে গণসচেতনতা সৃষ্টি করতে ৭টি মামলায় ৩৭০০/- টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।১জুলাই ২০২১করোনা ভাইরাস জনিত রোগ কোভিড -১৯ এর বিস্তার রোধ কল্পে আরোপিত সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি-নিষেধ পর্যবেক্ষণ করা হয়।

উপজেলা প্রশাসন ,পুলিশ বিভাগ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সকলেই সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছেন। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ঘরে থাকুন সরকারি বিধি নিষেধ মেনে চলুন। এ লক্ষ্যে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদরসহ দাউদপুর,টুপির হাট, ভাদুরিয়া, এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় ৩৭০০ শত টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান সরকারি নির্দেশ অনুযায়ী করোনা প্রতিরোধে সকাল থেকেই সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসন উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে অভিযান পরিচালনা করে সরকারের নির্দেশ অমান্য করার মাস্ক ব্যবহার না করায় ওই সমস্ত জরিমানা আদায় করেছেন।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।