নবাবগঞ্জে মৃত্যু বরণ করলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ।

Spread the love

এনজি নিউজ স্টাফ রিপোর্টার ।

শুক্রবার ০২ জুন দিনাজপুরের নবাবগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে থাকার পর উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে নেওয়ার পথে মৃত্যু বরণ করেছেন  নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ( সাবেক কমান্ডার) মোঃ দবিরুল ইসলাম জানান দীর্ঘদিন থেকে মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী অসুস্থতায় ভুগতেছিলেন। একপর্যায়ে তাঁর অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য ভর্তী করা হলে চিকিৎসক নমুনা পরীক্ষা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ শাজাহান আলী জানান নমুনা পরীক্ষা শেষে বীর মুক্তিযোদ্ধার শরীরে করোনা সনাক্ত হয়। এরপর তার অবস্থার অবনতি দেখা দিলে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে তার অবনতি হলে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুরে রির্ফাড করা হয় পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে । মৃত্যু কালে ১স্ত্রী ,১পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তার বাসায় উপস্থিত হয়ে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে তাঁর রাষ্টীয় মর্যাদায় উপস্থিত হন। এ সময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান   মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী ৭নং সেক্টরে যুদ্ধে অংশ নেন নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের খয়েরগুনি গ্রামের ঘরজামাই । পরে জানাজা শেষে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।


Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।