জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলীবাবু >
করোনাভাইরাস মহামারীতে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত ঠিক তখন থেকেই দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এরই অংশ হিসেবে Community Fort Resisting COVID-19 in Bangladesh/কোভিড-১৯ প্রতিরোধে সামাজিক দুর্গ নামে একটি স্বল্পমেয়াদী প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক। গত ১ জুন ২০২১ থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে যা ৩১ আগস্ট পর্যন্ত চলবে। প্রকল্পের আওতায় দেশের সীমান্তবর্তী এবং অধিক সংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত দেশের অন্য ৩৪ টি জেলার অংশ হিসেবে জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর, ক্ষেতলাল এবং পাঁচবিবি এই তিনটি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে । অতি শীঘ্রই অন্য দুটি উপজেলাতেও এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। প্রকল্পের আওতায় মাস্ক ব্যবহারে জনগণের সচেতনতা সৃষ্টি (মাইকিং, সচেতনতামূলক ব্যানার স্থাপন অন্যান্য), জনবহুল স্থান বা হটস্পট সমূহ এবং কমিউনিটি পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস সনাক্তকরণে কাজ করছে ব্র্যাক। প্রকল্পের আওতায় প্রায় দুই-তৃতীয়াংশ মানুষের ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী মাস্ক পৌঁছে দেবে ব্র্যাকের কর্মী, স্বাস্থ্য কর্মী এবং সেবিকাগণ। এরই অংশ হিসেবে ইতোমধ্যে গত ১ জুলাই ২০২১ পর্যন্ত উল্লেখিত তিনটি উপজেলাযর কমিউনিটি পর্যায়ে এবং হটস্পট সমূহে ১৮৫,২০৬টি মাস্ক বিতরণ এবং জেলার ৫ টি উপজেলার বিভিন্ন স্থানে কোভিড-১৯ সচেতনতামূলক ৭৫ ব্যানার স্থাপন করা হয়েছে। এছাড়া সচেতনতামূলক মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য যে প্রকল্পের শুরুতেই জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলী উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্র্যাকের জেলা সমন্বয়ক অমল কুমার দাম, ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি’র এলাকা ব্যবস্থাপক, দেবাশীষ ব্যানার্জি, সিভিল সার্জন এর সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট শ্যামল কুমার চট্টোপাধ্যায়সহ আর অনেকে।
মন্তব্য করুন