আক্কেলপুরে কর্মহীন মানুষের মাঝে ইউএনওর খাদ্যসামগ্রী বিতরণ I

Spread the love

জয়পুর হাট প্রতিনিধি: ওমর আলী বাবু >
দেশে চলমান করোনা ভাইরাসের কারণে চলছে কঠোর লকডাউন। এই কঠোর লকডাউনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কর্মহীন হয়ে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় পরিবারে দেখা দিয়েছে খাদ্যের সংকট। এসব কর্মহীন মানুষের পাশে খাদ্যহাতে দাঁড়াচ্ছেন ইউএনও। কর্মহীন শারীরিক প্রতিবন্ধী চা বিক্রেতা, শহরের রেললাইনের পাশে বসবাসরত অসহায় ছিন্নমূল ও হিজড়াদের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান। গতকাল শুক্রবার বিকেলে আক্কেলপুর রেলওয়ের জায়গায় অসহায় ছিন্নমূল ও হিজড়াদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় প্রায় ২০ জনের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হয়। দেশে চলমান লকডাউনে এই পবিবারগুলো খাবার পেয়ে চোখে-মুখে ফুটে ওঠে খুশির ছাপ। শারীরিক প্রতিবন্ধী চা বিক্রেতা (নামপ্রকাশে অনিচ্ছুক) বলেন, খাবার পেয়ে আমি খুব খুশি। লকডাউন হওয়ায় আমার দোকান বন্ধ হয়ে যায়। বাসায় খাবার না থাকায় স্যারকে জানালে স্যার আমার খাবারের ব্যবস্থা করে দেন। স্যারের জন্য আমি দোয়া করি স্যার যেন অনেক বড় অফিসার হন। উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান জানান,‘ প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দেওয়া উপহারের খাবার বিতরণ চলছে। চলমান পরিস্থিতে যদি কেউ সমস্যায় পড়ে উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা প্রশাসন তাদের সহায়তা করবে।’

Spread the love

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।