জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু
জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে ভার্চুয়াল মিটিংএ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধনী ঘোষনা করেন।
জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহীপরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।
জুম মিটিং এ আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান ও আব্দুল ওহাব, জেলা বিএনপির অন্যতম সদস্য আমিনুর রহমান বকুল, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, মতিউর রহমান, সেলিম রেজা ডিউক, সাইফুল ইসলাম ডালিম, হেলাল মন্ডল, জিয়া উদ্দিন ফেরদৌস রাইট, জাহেদা কামাল, এডভোকেট হেনা কবির, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মুশফিকুল আলম বুলু, জেলা যুবদল সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র, ছাত্রদল সভাপতি মামুনুর রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-সভাপতি শামস মতিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন জাতীর এই দুর্বিষহ ক্রান্তিলগ্নে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন চলমান খাদ্য সহায়তার পাশাপাশি দরিদ্রদের বিনা মূল্যে করোনার ঔষধ সেবা ও মুমূর্ষু রোগিকে অক্সিজেন সেবা দেওয়ার। সেই লক্ষ্যে প্রতিটি জেলায় আমরা করোনা সহায়ক কেন্দ্র খুলছি।আমাদের সিমিত সাধ্যের সবটুকু দিয়ে বৃহত্তর রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে মানুষের পাশে থাকতে হবে করোনা আয়ত্তে¡ আসা পর্যন্ত। তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম গুলো বেগবান করার আহবান জানান।
মন্তব্য করুন