জয়পুরহাট প্রতিনিধিঃ ওমর আলী বাবু
জয়পুরহাটে করোনা মহামারীর কারণে কর্মহীন অসহায় জনগণের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ব্যাংক কার্যালয়ে ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম ।
শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোঃ কামরুজ্জামান কামরুলের পরিচালনায় মোঃ আরিফ বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান, শাহজালাল ইসলামী ব্যাংক আক্কেলপুর এজেন্ট ব্যাকিং এর ইনচার্জ এস.এম রাশেদুল আলম সবুজ,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল আলম, চেম্বার অব কর্মাসের পরিচালক মতিয়র রহমান বাঁধন, কৃষান গ্রæপের চেয়ারম্যান আখতারুজ্জামান,মেহেদী কন্সট্রাকশনের প্রোঃ মাহমুদুল হাসান মেহেদীসহ অন্যরা।
প্রসঙ্গত করোনার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জয়পুরহাটের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু,লবণও সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন