নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একমাত্র উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর চিকিৎসক হিসাবে কর্মরত আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সাদিয়া কাসেম সাফা করোনায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ তার বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহজাহান আলী তথ্যটি নিশ্চিত করেছেন। সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সরকারের নির্দেশ অনুযায়ী কর্মরত চিকিৎসকগণ জীবন বাজী রেখে সাধারণ রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের দিয়ে যাচ্ছেন চিকিৎসা। যার কারনে করোনায় আক্রান্ত নারী পুরুষ বেশির ভাগই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কোভিট-১৯ আক্রান্ত হয়ে নবাবগঞ্জ উপজেলায় চিকিৎসকের সরনাপন্ন হলেই আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাদিয়া কাসেম সাফা চিকিৎসা সেবা দিতেন। এখন তিনি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। এদিকে প্রথম দ্বিতীয় করোনা ঢেউয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান , সাবেক উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ নাজমুন নাহার সহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে দায়িত্ব পালন করছেন। ডা. সাদিয়া কাসেম সাফার আশু সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহজাহান আলী।
মন্তব্য করুন