নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সদরে দীর্ঘদিন ধরে এলাকার কিছু সুবিধাবাদী লোকের কারণে উপজেলা সদরে বিশেষ করে বাজারে সরকারি ভাবে নির্মিত ড্রেনে আবর্জনা ফেলে আবার কোথাও কোথাও দোকানের সামনে ময়লা স্তুপ রেখে বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় প্রায়শই জনদূর্ভোগ লেগেই থাকে বিশেষ করে বর্ষা মৌসুম আসলেই এ সমস্যা প্রকট হয়ে দাড়ায়। এলাকাবাসী এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান কে বিষয়টি অবহিত করলে তিনি সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহ এলাকার ব্যবসায়ীদের নিয়ে জনদূর্ভোগের স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। বিশেষ করে নবাবগঞ্জ বাজার থেকে কাঁচদহ রোডে সড়ক জনপথ বিভাগের রাস্তার ডান পার্শে প্রায় কোটি টাকা বরাদ্দে বাজারের পানি নিষ্কাশনের জন্য একটি অত্যাধুনিক ড্রেন নির্মান করে। ড্রেনের পূর্ব দিকে পানি যাওয়ার রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় ওই পানি বন্ধ থাকায় গন্ধও ছড়াচ্ছে। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বলেছেন, সমস্যা দেখলাম। পরে উপজেলা প্রকৌশলী কে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেব। উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, উপজেলা সদরে কোথাও পানি নিষ্কাশনের সমস্যা হলে তা পর্যবেক্ষণ করে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এসময় নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলমগীর ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, মিডিয়া কর্মী ওয়ায়েস কুরুনী, নবাবগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও ব্যবসায়ী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সদরে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়ায় জনদূর্ভোগ ।
Newer Postভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু ।
Older Postলালমনিরহাটে পোকা ধরা মরদেহ উদ্ধার ।
মন্তব্য করুন