নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম রুহুল আমিন প্রধান :
দিনাজপুরের নবাবগঞ্জ করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০২/০৮/২১ বিকেল ৪ ঘটিকায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা ভাইরাস এর সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ভ্যাকসিন গ্রহণের লক্ষ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন ও টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে উক্ত সভায় করোনা বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প: প: ডা. মোঃশাহজাহান আলী, সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ইউপি চেয়ারম্যান গণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী , বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম, গণমাধ্যম কর্মী এনজিওকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে উপজেলা নিবার্হী অফিসার অনিমেষ সোম বলেছেন সরকারের নির্দেশ অনুযায়ী উপজেলার গ্রাম পর্যায়ে টিকা পৌচ্ছে দিতে রেজিষ্ট্রেশন সহ সকল ধরনের সহায়তা প্রদান করা হবে। যাতে করে গ্রামের মানুষ সরকারের টিকা কার্যক্রমের আওতাভুক্ত হতে পারে। গ্রাম পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন সহ বুধ তৈরী করে আগামী ৭ই আগষ্ট সারা দেশের ন্যায় নবাবগঞ্জ উপজেলায় গণ টিকা দেওয়া হবে।
গ্রামের মানুষদের মাঝে সরকারি টিকা পৌচ্ছে দিতে নবাবগঞ্জে কমিটির সভা ।
Newer Postলালমনিরহাটে পোকা ধরা মরদেহ উদ্ধার ।
মন্তব্য করুন